সরকার দেশকে ‘নরকে’ পরিণত করেছে: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২১, ০৯:৫০ পিএম

সরকার দেশকে ‘নরকে’ পরিণত করেছে: ফখরুল

করোনা মহামারীর মধ্যেও বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও দমন করে সরকার দেশকে 'নরকে' পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২১ এপ্রিল) বিএনপির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে দলের মহাসচিব এসব অভিযোগ তুলে ধরেন। একইসঙ্গে বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।

ওই বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগ সরকার পুরো দেশকে নরকপুরীতে পরিণত করেছে। তারা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করছে। রমজান মাসে সরকারের আগ্রাসী রূপ আরও বেড়ে গেছে বলে মনে হয় আমার।'

তিনি বলেন, ‘পুলিশ কেবল ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের শুধু গ্রেপ্তারই করছে না, তাদের বাড়িতে পর্যন্ত অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেয়া শুরু করছে।’

বিএনপির এ মহাসচিব আরও বলেন, ‘করোনাভাইরাস মহামারীতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধীদলের ওপর গণবিরোধী সরকারের জুলুম, নির্যাতনের কোনো কমতি নেই, বরং আরও বহুগুণ বেড়েছে।’

তিনি অবিলম্বে এই ধরনের গ্রেপ্তার বন্ধ এবং গ্রেপ্তারকৃত বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Link copied!