সরকার হটাতে ‘বৃহত্তর ঐক্য’ গড়া হবে : মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২২, ০৮:৫০ পিএম

সরকার হটাতে  ‘বৃহত্তর ঐক্য’ গড়া হবে : মির্জা ফখরুল

সরকার হটাতে গণতন্ত্রের পক্ষের শক্তির ‘বৃহত্তর ঐক্য’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘উত্তাল মার্চ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের পর আজ আবারো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।বিএনপির মহাসচিব বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বর্তমান সরকারের পার্থক্য কোথায়? পাকিস্তানিরাও এই রাষ্ট্রের মানুষকে হত্যা করেছে। আওয়ামী লীগ সরকারও হত্যা করেছে, গুম করেছে।

কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের পরিচালনায় আলোচনা সভায় সাবেক ছাত্র নেতা অধ্যাপক মাহবুব উল্লাহ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর প্রমুখ বক্তব্য রাখেন।  

Link copied!