সাগর-রুনি হত্যার তদন্ত নিয়ে হতাশ সাংবাদিক নেতারা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৪:৫৪ পিএম

সাগর-রুনি হত্যার তদন্ত নিয়ে হতাশ সাংবাদিক নেতারা

দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত এখনো শেষ হয়নি। ঘটনার পর থেকে এপর্যন্ত প্রতিবেদন জমাদানের সময় পেছানো হয়েছে ৭৮ বার। এ দীর্ঘ সময়েও হত্যার তদন্ত ও বিচার না হওয়ায় তীব্র হতাশা প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এই হতাশা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রলম্বিত হলে এ হত্যাকাণ্ডের বিচার হবে। তখন তারা বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশে রুনির ভাই নওশের নোমান বলেন, ‘দেশে অনেক হত্যা মামলার বিচার হয়। কিন্তু সাগর-রুনি হত্যা মামলার বিচার হয় না। নয় বছরেও মামলার তদন্ত শেষ করতে পারেনি। মামলার তদন্তের কোনো অগ্রগতি আমাদের জানানো হয় না। আমরা বিচারের আশায় পথ চেয়ে আছি।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা এম আবদুল্লাহ, ওমর ফারুক, আবদুল মজিদ, কুদ্দুস আফ্রাদ, সাজ্জাদ আলম খান, সাখাওয়াত হোসেন বাদশা, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, সৈয়দ শুকুর আলী, রাজু আহমেদ ও শহীদুল ইসলাম প্রমুখ।

Link copied!