সাফারি পার্কে প্রাণীর মৃত্যুতে মন্ত্রী যা বললেন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২২, ১২:৫৮ এএম

সাফারি পার্কে প্রাণীর মৃত্যুতে মন্ত্রী যা বললেন

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মারা যাওয়ার ঘটনায় কারও ইন্ধন আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রবিবার বিকেলে সাফারি পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদেরেএক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, “১০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে প্রতিবেদনের জন্য। তদন্ত প্রতিবেদনে কারও বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ এ ছাড়া এই ঘটনায় কারও ইন্ধন থাকলে তাদেরও খুঁজে বের করা হবে। এরই মধ্যে সুষ্ঠু তদন্তের স্বার্থে পার্ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।”

Link copied!