সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২২, ১২:০৮ এএম

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) এ মামলাটি করা হয়। দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিষয়টি দুদক সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২ লাখ ৮০ হাজার ডলার সমপরিমান প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা (১ ডলার সমান ৯০ টাকা ধরে) দিয়ে তিনতলা বাড়ি কেনায় দুদক এ মামলা করে। 

মানিলন্ডারিং আইনের এ মামলায় এসকে সিনহা ‘বাংলাদেশের প্রধান বিচারপতি থাকাকালীন অবৈধভাবে ওই অর্থ অর্জন’ ও তা ‘যুক্তরাষ্ট্রে পাচারের’ অভিযোগ আনা হয়েছে।

মামলার পর এক ব্রিফিংয়ে দুদক সচিব বলেন, “সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশে প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অবৈধ টাকা অর্জন করেছেন। ওই টাকা তিনি হুন্ডিসহ বিভিন্ন কায়দায় যুক্তরাষ্ট্রে পাচার করেছেন। সেখানে তিনি তার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে (হিসাব) ওই টাকা ট্রান্সফার (স্থানান্তর) করেন। এ অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়েছে।”

দুদক সচিব আরও বলেন,“মামলায় সুরেন্দ্র কুমার সিনহা ও তার ভাইকে আসামি করা হয়েছে। তদন্তে আরও কারো সম্পৃক্ততা পাওয়া গেছে তাদেরও আইনের আওতায় আনা হবে।” 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. মাহবুব হোসেন বলেন, “দুদকের মামলার আসামি পলাতক থাকলেও মামলার তদন্তে ও বিচারের ক্ষেত্রে কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই।” 

এসকে সিনহাকে দেশে ফেরতের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে সচিব সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, মামলা করা হলো। তদন্ত কর্মকর্তা প্রয়োজন অনুসারে উদ্যোগ গ্রহণ করবেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ নভেম্বর দুর্নীতির এক মামলায় এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড­ দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে এসকে সিনহাকে এক ধারায় সাত বছর ও আরেক ধারায় চার বছরের কারাদণ্ড­ দেওয়া হয়। দুটি ধারায় দেওয়া সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। এতে করে এসকে সিনহাকে সাত বছরের সাজাভোগ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। 

সাবেক ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণের নামে আত্মসাতের এ মামলায় ১১ আসামির মধ্যে রায়ে এসকে সিনহা ছাড়া অপর আট আসামির বিভিন্ন মেয়াদে সাজা ও দুই আসামি খালাস পেয়েছেন। 

Link copied!