সার্চ কমিটির মাধ্যমে গঠিত ইসির কার্যকারিতা নেই: কাদের সিদ্দিকী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ০৮:২৯ পিএম

সার্চ কমিটির মাধ্যমে গঠিত ইসির কার্যকারিতা নেই: কাদের সিদ্দিকী

রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করেন তার কার্যকারিতা নেই বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দকী।

রবিবার(৯ জানুয়ারি) নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দকী বলেন, “সার্চ কমিটির মাধ্যমে নিয়োগকৃত নির্বাচন কমিশন যে কার্যকরী নয় সেটা আমরা ইতোমধ্যেই দুটি নির্বাচন কমিশনের মাধ্যমে দেখেছি।” সার্চ কমিটি গঠন না করে রাষ্ট্রপতি যেন নিজে সরাসরি কমিশনের সদস্যদের নিয়োগ দেন-এ প্রস্তাবনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী সন্ধ্যা ৬ টায় র সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে। আলোচনা শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তাদের প্রস্তাবনা সম্পর্কে সাংবাদিকদের জানান।

কাদের সিদ্দিকী বলেন, “নির্বাচন কমিশন গঠনের জন্য নির্দিষ্ট আইন প্রণয়ন করা উচিত। এখন সময় স্বল্পতার কারণে যদি আইন প্রণয়ন করা সম্ভব না হয় তাহলে নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ রাষ্ট্রপতির নিজের দেয়া উচিত। এই অল্প কয়েকদিনের জন্য সার্চ কমিটি করে লাভ নেই।”

তিনি বলেন, “সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া নির্বাচন কমিশনের সদস্যদের তৎপরতা বা কর্ম খুব একটা ভালো হয়না। এ কমিশনের বা এর পূর্বের রকিব কমিশনের মাধ্যমে আমরা এ সম্পর্কে দেখেছি।” রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন গঠন বিষয়ে এ আলোচনায় কাদের সিদ্দিকীর দল  মোট পাঁচটি প্রস্তাবনা পেশ করেন।

Link copied!