সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা স্থগিত চেয়ে করা আবেদন আপিল বিভাগে খারিজ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২৩, ০১:৫৩ পিএম

সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা স্থগিত চেয়ে করা আবেদন আপিল বিভাগে খারিজ

হবু রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা আবেদন আপিল বিভাগেও খারিজ হয়েছে। আজ মঙ্গলবার এই আবেদন খারিজ হয়। এর আগে এই প্রজ্ঞাপন নিয়ে হওয়া পৃথক দুটি রিট সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট।

১৫ মার্চ বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে রিট দুটি খারিজ করেন।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার ও অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ আগামী ২৪ এপ্রিল শেষ হবে এবং তিনি ২ মেয়াদে নির্বাচিত হওয়ায় আর রাষ্ট্রপতি হতে পারবেন না।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিন আগে এই নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

Link copied!