সিটি নির্বাচনে ভালো পরিবেশ রাখতে ইসিকে সহায়তা করতে চাই: জাপা মহাসচিব

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২৩, ০২:৫৭ পিএম

সিটি নির্বাচনে ভালো পরিবেশ রাখতে ইসিকে সহায়তা করতে চাই: জাপা মহাসচিব

কিছু প্রশ্ন, কিছু খটকা, কিছু জিজ্ঞাসা ছিল তাই নির্বাচন কমিশনে এসেছেন জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, সিইসির ওপর আমাদের আস্থা রয়েছে। এখনো শংকা রয়েছে নির্বাচন সঠিক হয় কি না। নির্বাচন যেন ফেয়ার হয় সেজন্য এসেছি।

সোমবার (১৫ মে) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

সিইসির সাথে কথা প্রসঙ্গে তিনি জানান, পাঁচটি সিটি নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয়। সবাই যেন ভোট দিতে পারে, নির্বাচন যেন দলীয় প্রভাব মুক্ত থাকে এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

নির্বাচনে কোনো বাহিনী অনিয়ম করলে, বাধ্য না হলে সে বিষয়ে নির্বাচন কমিশনের কী করণীয় সে নিয়ে প্রশ্ন করেছেন বলে জানালেন জাপা মহাসচিব। 

তিনি বলেন, সিলেট সিটি নির্বাচনে আচরণ বিধি মানা হচ্ছে না। রাস্তাঘাট আটকে সভা সমাবেশ করা হচ্ছে। সিইসিকে ভিডিও দেখানো হয়েছে। তিনি বলেছেন বিষয়টি দেখবেন। বরিশাল সিটি নির্বাচনে রিটার্নিং অফিসারকে দেখে মনে হয়েছে তিনি কারও পক্ষ হয়ে কাজ করছেন। এটি আমাদের প্রার্থীর বক্তব্য ছিল। সেটা আমাদেরও অভিযোগ আমরা তা পেশ করেছি। 

এ প্রসঙ্গে মুজিবল হক বলেন, এসব শাসক দলের কাজ। শাসকদল যেন প্রশাসনকে ব্যবহার করে কোনো সুবিধা না নিতে পারে, সেজন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সিটি নির্বাচনে ভালো পরিবেশ বজায় থাকলে আমাদের নির্বাচন কমিশনে আসতে হতো না। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের মনোভাব ভালো থাকলে এবং সাহসী হয়ে কাজ করে, তাহলে একটি সুন্দর নির্বাচন সম্ভব হবে। নির্বাচন কমিশনকে আমরা সহায়তা করতে চাই।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে জাতীয় পার্টি মহাসচিবের নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধি দল সভা করেন। সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান এবং নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সে সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ভূইয়া, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান প্রমুখ।

Link copied!