সিরাজগঞ্জে বিএনপির ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ-বিএনপির মধ্যকার সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, বিএনপি কর্মী রেজাউল ও ইমন বাশার।
সিরাজগঞ্জ জেলা পুলিশে গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় সাড়ে ৭ শ’ বিএনপির নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা দায়ের হয়।