এপ্রিল ৭, ২০২৩, ০৩:১৩ এএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ইফতার ও দোয়া মাহফিলে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে ভাঙচুর করার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
সুপ্রিম কোর্ট আইনজীবীদের ইফতারে উপস্থিত থাকা একাধিক প্রত্যদর্শী জানান, বিএনপিপন্থী আইনজীবীরা সমিতির উত্তর ও দক্ষিণ হলে আয়োজিত এ ইফতার মাহফিলে টেবিল ও চেয়ার ভাঙচুর করেন । বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সমিতির এডহক কমিটি সমর্থনকারী বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের ২ নম্বর হলরুমে ঢুকে আওয়ামীপন্থী কমিটির ব্যানার খুলতে গেলে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ভাঙচুর শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মুহূর্তেই তছনছ হয়ে যায় ইফতার আয়োজন।
এসময় আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে এসে ধাওয়া করলে বিএনপিপন্থী আইনজীবীরা হলরুম ছেড়ে সমিতি ভবনের মূল ফটকে অবস্থান নেন। পরে দুই পক্ষই মারমুখী অবস্থান নেন। ইফতারের কিছু আগে পরিস্থিতি শান্ত হলে ভাঙচুর করা হল গুছিয়ে ইফতার সম্পন্ন করে আইনজীবী সমিতি।