সেই রাকিবের লেখাপড়ার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী পলক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০৫:৪৭ পিএম

সেই রাকিবের লেখাপড়ার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী পলক

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নাটোরের ইটভাটা শ্রমিকের ছেলে রাকিব হোসেনের পাশে দাঁড়িয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জুনাইদ আহমেদ পলকের নজরে আসে। তার লেখাপড়ার দায়িত্ব নেন প্রতিমন্ত্রী পলক।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী  পলক এরই মধ্যে রাকিবের মেডেকেলে ভর্তি, বইকেনা ও একটি কংকাল কেনার খরচ দিতে চেয়েছেন। নাটোর জেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনের মাধ্যমে মোবাইল ফোনে প্রতিমন্ত্রী ইতোমধ্যে রাকিব হোসেন ও তার বাবা-মায়ের সঙ্গে কথা বলে এই সহযোগিতার কথা জানান।

পলক ছাড়াও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ, যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ রহমান ওরফে বিজয় রহমানসহ আরও অনেকে রাকিবের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, নাটোর সদরের ছাতনী ভাটপাড়া গ্রামের ইটভাটা শ্রমিক মো. আনসার আলীর  (৪৮) সন্তান রাকিব। প্রায় পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় রাকিবের বাবার। একারণে তিনি পরিশ্রমের আর কোনো কাজ করতে পারেন না। তবে সন্তানের ভবিষ্যৎ চিন্তায় সপ্তাহের বেশ কয়েক দিন ২০০ টাকা হাজিরায় ইটভাটায় কাজ করেন। রাকিব এবার চাঁদপুর মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ভর্তির সুযোগ পেয়েছেন। তবে ভর্তির জন্য টাকা না থাকায় তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এমন খবর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর নজরে আসে এটি। এরপরই তিনি রাকিবের পাশে দাঁড়ানোর কথা জানান।

Link copied!