সোমবার বিকেলে ১৪ দলীয় জোটের বৈঠক

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ১০:১১ পিএম

সোমবার বিকেলে ১৪ দলীয় জোটের বৈঠক

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। সোমবার (১২ মার্চ) বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১২ মার্চ) বিকেল ৪টায় কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি’র বাসভবনে (৪২, নিউ ইস্কাটন, ঢাকা), কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা-বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Link copied!