মার্চ ২৯, ২০২৩, ০৯:২৯ এএম
সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজীদের বহনকারী একটি বাস উল্টে যাওয়ায় নিহত ২৪ জনের মধ্যে ৮ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। দেশটির জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এখনও ৯ বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে কনস্যুলেট জেনারেল অফিস।
জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) আরিফুজ্জামান গণমাধ্যমকে জানান, বাসে ৪৭ জন যাত্রীর ৩৫ জনই বাংলাদেশি ছিলেন। দুর্ঘটনায় ২৪ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। আর আহত ১৮ জনের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। বাকি ৯ জনের বিষয়েও দূতাবাসের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পরিচয় শনাক্ত হওয়া নিহতরা হলেন-নোয়াখালীর শহিদুল ইসলাম ও মোহাম্মদ হেলাল, কুমিল্লার মামুন মিয়া ও রসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন,কক্সবাজারের মোহাম্মদ আসিফ, গাজিপুরের মোহাম্মদ ইমাম হোসাইন রনি এবংচাঁদপুরের রুকু মিয়া।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, নিহত ও আহতদের সম্পর্কে সার্বিক বিষয়ে জানতে সৌদি দূতাবাসের দুটি হট নম্বরে যোগাযোগ করতে স্বজনদের অনুরোধ জানানো হয়েছে। নম্বর দুটি হলো +৯৬৬৫৩৮৬৪৩৫৩২ ও +৯৬৬৫৫৩০২৬৮১৪।
সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে বাসটি উল্টে গিয়ে তাতে আগুন ধরে গেলে ২৪ জন নিহত এবং ২৩ জন আহত হন।
এর আগে,মঙ্গলবার রাতে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছিল, কতজন বাংলাদেশি নিহত হয়েছে তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। বিষিয়টি জানা গেলে তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
ওমরাহ করতে যাওয়া ৪৭ জন যাত্রী নিয়ে পবিত্র নগরী মক্কা যাচ্ছিল সৌদিআরবের একটি বাস। সেখানে অধিকাংশ যাত্রীই ছিলেন বাংলাদেশী। ওমরাহ যাত্রী বহনকারী বাসটি সৌদিআরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সেতু অতিক্রমের সময় উল্টে যায়। এক পর্যায়ে বাসটিতে আগুন ধরে যায়।