হত্যা মামলায় মেহজাবিন চার দিনের রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২০, ২০২১, ০৪:০৯ পিএম

হত্যা মামলায় মেহজাবিন চার দিনের রিমান্ডে

রাজধানীর কদমতলীতে মা, বাবা ও বোনকে হত্যার মামলায় পরিবারটির আরেক মেয়ে মেহজাবিন ইসলাম মুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২০ জুন) মেহজাবিন ইসলামকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

স্বামীর বিরুদ্ধেও মামলা দায়ের 

রাজধানীর কদমতলীতে একই পরিবারের মা, বাবা ও বোনকে হত্যার ঘটনায় মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফরকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামালউদ্দিন বলেন, শনিবার (১৯ জুন) রাতেই মামলাটি করেছেন নিহত মাসুদ রানার ভাই সাখাওয়াত হোসেন।

৯৯৯ এ কল পেয়ে লাশ উদ্ধার

গতকাল পুলিশ জানায়, ৯৯৯-এ এক নারীর ফোন পেয়ে কদমতলীর মুরাদপুরের লাল মিয়া সরকার রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় যায় পুলিশ। গতকাল সকালে পুলিশ ওই বাসায় গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। বিকেলে মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিরা হলেন মাসুদ রানা (৫০), তাঁর স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল ইসলাম (২১)।

Link copied!