নভেম্বর ১৮, ২০২১, ০৫:২৬ পিএম
২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছেন গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে অবরোধ তুলে নেয় তারা।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানায়, হাফ ভাড়া নিশ্চিত করা হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে। তাই আমরা রাস্তা ছেড়ে দিয়েছি। তবে, শনিবারের (২০ নভেম্বর) মধ্যে হাফ ভাড়া নিশ্চিত না করলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে জানান, হাফ ভাড়ার দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে ঢাকা কলেজের শিক্ষকরা এবং আমরা তাদের বোঝালে তারা রাস্তা ছেড়ে দেয়। মালিক সমিতির সঙ্গে কথা বলে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছবো।