হেফাজতে ইসলামের র্শীষস্থানীয় আরো দুইজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। বুধবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানী ঢাকাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দু’জন হেফাজত নেতা হলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদশে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী এবং খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, তাদের বিরুদ্ধে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে নাশকতার ঘটনায় মামলা রয়েছে। বুধবার বিকালে খুরশিদ আলম কাসেমীকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচবি মুফতি শারাফত হোসাইনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, এদিন ভোরে হেফাজতে ইসলামের আরেক শীর্ষস্থানীয় নেতা কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিনকে গ্রেপ্তার করে র্যাব।