উড়ে এসে জুড়ে বসারা ভোগে লিপ্ত হয়: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২১, ১১:৩৮ এএম

উড়ে এসে জুড়ে বসারা ভোগে লিপ্ত হয়: প্রধানমন্ত্রী

অবৈধভাবে ক্ষমতায় আসায় বিএনপির দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা উড়ে এসে জুড়ে বসতে চায় তাদের কোনো দায়বদ্ধতা নেই, তারা শুধু ভোগেই লিপ্ত থাকে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন  উন্নয়ন কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।  

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করা হয়।  

দেশের উন্নয়নে সরকার নানামুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের জনকল্যাণমূলক অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়নের ফলে আগামী ২০৪০ মধ্যেই একটি উন্নেত দেশে পরিণত হবে বাংলাদেশ।

করোনাকালেও বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যতই প্রতিকূলতা আসুক এই অগ্রযাত্রাকে কোনোভাবেই থামানো যাবে না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে টেলিযোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে যথেষ্ঠ উন্নতি হয়েছে। আমাদের সরকারের সময়েই দেশে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ প্রযুক্তি বা ফোরজি সেবা চালু হয়।বর্তমানে ফাইভ-জি সেবার দিকে যাচ্ছে বাংলাদেশ। মোবাইলের  মাধ্যমে এখন ঘরে বসে অনেক কাজ সারতে পারছেন অনেকে।

ভূমি ব্যবস্থাপনা ও ভূমি প্রশাসনকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, এ জন্য আমরা তিনটি প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ভূমি সংক্রান্ত বিষয়ে জনগণের ভোগান্তি কমবে, ঘরে বসে মোবাইলের মাধ্যেমেই ভূমি সংক্রান্ত যাবতীয় বিষয় জানা যাবে এবং সমস্যার সমাধান করা যাবে। একে সময় বাঁচবে, খরচ কমবে ও হয়রানি থেকে মুক্ত হওয়া যাবে।

Link copied!