কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর পরীমনি বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ছাড়া পান বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।কারা ফটকে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খালু জসিম উদ্দিনসহ স্বজনরা উপস্থিত ছিলেন। এসময় পরীমনিকে এক নজর দেখার জন্য ভক্তরা কারা ফটকে ভিড় করেন।
কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ আগস্ট) ৬টার মধ্যে জামিন আদেশ না পাওয়ায় পরীমনিকে মুক্তি দেওয়া যায়নি। তবে রাতে তার অন্তর্বর্তীকালীন জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে মুক্তি দেওয়া হয়।
সাড়ে ৯টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে কারা ফটকের সামনে নায়িকা পরিমনি উপস্থিত ভক্ত ও গণমাধ্যম কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। তবে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।
কারাগার থেকে মুক্তি পেয়ে রাজধানীর বনানীর বাসার উদ্দেশ্যে চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত
এর আগে, রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় কারাগারে আটক চিত্রনায়িকা পরীমনি জামিন পান। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন। আদালত জানিয়েছেন,মামলায় পুলিশ রিপোর্ট না দেয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন আদালত।
গত ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম চিত্রনায়িকা পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১০ আগস্ট পরীমনিকে দুই দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। তারও আগে ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পরীমনিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে তারা। পরদিন বিকেলে পরীমণি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও মো. সবুজ আলীকে বনানী থানায় সোপর্দ করে র্যাব। পরে র্যাব বাদী হয়ে বনানী থানায় মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।