দেশের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৬৪ শতাংশ করোনাভাইরাস টিকার প্রথম ডোজ পেয়ে গেছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার সংসদে তিনি বলেন, “আমাদের ১২ থেকে ১৮ বছর বয়সী যে শিক্ষার্থীরা আছেন, এই বিশাল শিক্ষার্থী সংখ্যা হচ্ছে প্রায় এক কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এদের মধ্যে আমরা গতকাল (রোববার) পর্যন্ত ৭৭ লাখ ১৮ হাজার ৩৩৭ জনকে অর্থাৎ ৬৪ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দিতে সক্ষম হয়েছি।”
১৭ কোটি মানুষের দেশে স্কুলশিক্ষার্থীদের সংখ্যার বিশালত্ব তুলে ধরে নওফেল বলেন, “পৃথিবীর অনেক দেশের এত বিশাল জনসংখ্যাও নেই; আমাদের শিক্ষার্থী এত বেশি। তাদের দিতে পারছি।”
সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অংশ নিয়ে শিক্ষার্থীদের টিকার তথ্য দেন উপমন্ত্রী।
গত বছরের শেষে এসএসসি পরীক্ষার আগে সরকার ঢাকায় ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করে।