এপ্রিল ১৮, ২০২২, ১১:১৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামের পাশে নারী শিক্ষার্থীদের নামাজের জায়গাকে কেন্দ্র করে মৌলবাদী গোষ্ঠী ক্যাম্পাস অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘অসাম্প্রদায়িক চেতনার টিএসসি’ অক্ষুন্ন রাখার প্রত্যয়ে আয়োজিত এক মানববন্ধনে এই কথা বলেন তিনি। টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সৈকত বলেন, “আমরা ধর্ম চর্চার বিরুদ্ধে না। কিন্তু টিএসসি ধর্ম চর্চার জায়গা নয়। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একটা ইস্যু তৈরি করে টিএসসির পরিবেশ নষ্ট করতে চায়। তারা সাংস্কৃতিক চর্চা ও মুক্তচিন্তার বিরোধী।”
মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, “টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক চেতনাকে কেন্দ্র করে চর্চিত হয় টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম। আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান প্রশ্নের উর্ধ্বে বাঙালি-বাংলাদেশি এই পরিচয় আমাদের মুখ্য।”