‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবে’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৯, ২০২১, ০১:২৩ পিএম

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে থাকবে’

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে সাম্প্রদায়িক অপশক্তিকে মোকবিলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত  ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি শুরুর আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে শারদীয় দুর্গোৎসব চলাকালে কুমিল্লার একটি মন্দিরের পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন  জায়গায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ  মঙ্গলবার (১৯ অক্টোবর) সারাদেশে  ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করছে।

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু এভিনিউয়ে  ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনগুলো। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে সচিবালয় পর্যন্ত এই শোভাযাত্রা হয়। শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় নেতারা এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

শান্তি ও সম্প্রীতির শোভাযাত্রায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন দলের নেতাকর্মীরা। র‌্যালিটি গুলিস্তানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ এখনও রাজপথ ছাড়েনি। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীরা মাঠে থাকবে।’ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক অপশিক্তিকে প্রতিহত করা হবে এবং এই অপশক্তিকে প্রতিহত করতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মাঠে থাকবে।

বক্তারা বলেন, বাংলাদেশ সব ধর্মের লোকজনের সহাবস্থান। সেই পরিবেশ, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য, সেই পরিবেশ নিশ্চিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থেকেই অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।  

শোভাযাত্রায় ওবায়দুল কাদের ছাড়াও অন্যদের মধ্যে দলের জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, এস. এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (১৮ অক্টোবর) রাতে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মঙ্গলবার দেশব্যাপী ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ওই সভায় আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যূয়ালি যুক্ত হন।

Link copied!