‘দেশের সাম্প্রদায়িক সন্ত্রাস ভারতের মুসলমানদেরও বিপদে ফেলেছে’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৯, ২০২১, ০৩:৪০ পিএম

‘দেশের সাম্প্রদায়িক সন্ত্রাস ভারতের মুসলমানদেরও বিপদে ফেলেছে’

দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উস্কানি ভারতের মুসলমানদেরও বিপদে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি শুরুর আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

কুমিল্লায় শুরু হওয়া সাম্প্রদায়িক তাণ্ডব বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আজ কুমিল্লা; যেখান থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে এই তাণ্ডবের সূচনা।  এই তাণ্ডব নোয়াখালীর বেগমগঞ্জ, চাঁদপুরের হাজিগঞ্জ, হাতিয়ার বুড়িরচরসহ চট্টগ্রাম হয়ে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ এই বিষবাষ্পে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। কয়েকটি জেলে পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা, ঠিক ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতা গ্রহণের পর হিন্দুদের ওপর যে নির্যাতন চালিয়েছিল তারই পুনরাবৃত্তি ঘটছে।’

আওয়ামী লীগ রাজপথ ছাড়ে নাই উল্লেখ করে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বরেল, ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আজ সারা বাংলাদেশে সম্প্রীতির সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে।

আওয়ামী লীগ রাজপথে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘‘যতদিন সাম্প্রদায়িক এই অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙ্গে দিতে না পারবো ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে, রাস্তায় থাকবে। আমরা আওয়ামী লীগ এই অপশক্তির  মোকাবিলা করতে নওদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে প্রস্তুত।”

বিএনপির উস্কানিতে রাজনৈতিক ও সাম্প্রদায়িক অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘নির্বাচন সামনে, আন্দোলনে ব্যর্থ। নির্বাচনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উস্কিয়ে দিয়ে ঘোলা পানিতে মৎসৎ শিকার করতে চায়।’

এসময় অন্যদের মধ্যে দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুর‌ী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, এস. এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Link copied!