‘যেভাবেই ইসি গঠন হোক এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২২, ০১:৫৮ পিএম

‘যেভাবেই ইসি গঠন হোক এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “যেভাবেই ইসি গঠন হোক, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি।”

মঙ্গলবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‌তিনি আরও ব‌লেন, “অনুগত ও অপদার্থ নির্বাচন ক‌মিশন গঠ‌নের চলমান প্র‌ক্রিয়া‌কে দলীয় স্বা‌র্থে আই‌নি রূপ দেওয়ার সরকা‌রি অপপ্রয়াস হ‌বে। 'যেই  লাউ, সেই  কদু'। এবার সম্ভবত হ‌তে যা‌চ্ছে পচা কদু।”

‌তি‌নি ব‌লেন, “বিনা ভো‌টে অ‌নির্বা‌চিত এক‌টি অ‌বৈধ সরকারের নিকট থে‌কে জনগণ এর‌চে‌য়ে বে‌শি কিছু প্রত্যাশা ক‌রে না। বিএন‌পি ম‌নে ক‌রে যে, এক‌টি নিরপেক্ষ, স্বাধীন যোগ্য নির্বাচন ক‌মিশন গঠ‌নের নৈ‌তিক যোগ্যতা ও সামর্থ্য ও যোগ্যতা আ‌ছে শুধু এক‌টি নির্বা‌চিত সরকা‌রের।”

দলীয় অনুগত লোক‌দের দ্বারা নির্বাচন ক‌মিশন গঠ‌নে সরকার আইন কর‌ছে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন বিএন‌পি নেতা নজরুল খান।

রাষ্ট্রপ‌তির সংলাপ‌কে অর্থহীন দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, “রাষ্ট্রপ‌তির স‌ঙ্গে যারা সংলা‌পে অংশ নি‌য়ে প্রস্তাব দি‌য়ে‌ছেন তা‌দের যেমন ক্ষমতা নেই ‌সেই  অ‌র্থে রাষ্ট্রপ‌তিরও ক্ষমতা নেই। সংলা‌পে কো‌নো কিছু অ‌র্জিত হয়‌নি। কা‌জেই সংলা‌পের জায়গায় সংলাপ, সিদ্ধা‌ন্তের জায়গায় সিদ্ধান্ত।”

‌বিএন‌পি‌তে তৈমূর আলম খন্দকার‌কে ফি‌রি‌য়ে নেওয়া হ‌বে কিনা প্র‌শ্নে নজরুল ইসলাম খান ব‌লেন, “এব্যাপা‌রে বিএন‌পি‌তে এখ‌নো কো‌নো চিন্তাভাবনা নাই।”

নারায়ণগঞ্জ সি‌টি নির্বাচন‌কে কিভা‌বে মূল্যায়ন কর‌ছে বিএন‌পি প্র‌শ্নে তি‌নি ব‌লেন, “নির্বাচন এক‌টি দরকা‌রি জি‌নিস।‌কিন্তু নির্বাচ‌নের না‌মে য‌দি নির্বাচনী প্রহসন চ‌লে তাহ‌লে সমা‌লোচনা থাক‌বেই।”

Link copied!