‘রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৯:৪১ পিএম

‘রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘেঁষে অবস্থিত মিয়ানমারের রাখাইন রাজ্য। সীমান্তবর্তী এই রাজ্যে মাসখানেক ধরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সংঘর্ষ ও গোলাগুলি চলছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে নতুন করে কয়েকজন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অকারণে নিরীহ রোহিঙ্গা শিবিরে মিয়ানমার সেনাদের গোলা বর্ষণের ঘটনা মেনে নেয়া যায় না। নিপীড়িত রোহিঙ্গাদের ওপর এই হামলা ক্ষমার অযোগ্য। এছাড়া কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে বাংলাদেশের তেমন কোন সাফল্য নেই।

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সংযত আচরণ করতে হবে। বাস্তুচ্যুত, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান জি এম কাদের।

Link copied!