আজ শুরু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২২, ০১:১৭ পিএম

আজ শুরু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচল

আমচাষি ও ব্যবসায়ীদের আম পরিবহনের সুবিধার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে ঢাকায় আজ শুরু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচল।

সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৮টায় ট্রেনের উদ্বোধন করা হবে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হবে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক বলেন, “এ নিয়ে স্থানীয় প্রশাসন, আমচাষি, ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। আলোচনায় তারা জুনের প্রথম সপ্তাহে ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। মন্ত্রণালয়ে তা প্রস্তাব করা হয়। কিন্তু কিছু কাজ বাকি থাকায় প্রথম সপ্তাহে ট্রেনটি চালু করা সম্ভব হয়নি।”

রেলওয়ে সূত্র জানায়, গত দুই বছর ধরে ১ টাকা ৩০ পয়সা কেজি দরে আম পরিবহণ করেছে ট্রেনটি। এবারও একই ভাড়া থাকছে। ট্রেনটি রহনপুর স্টেশন থেকে বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে ঢাকায় পৌঁছাবে রাত ২টায়।

প্রসঙ্গত, করোনা মহামারি চলাকালে ২০২০ সালের ৫ জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকাগামী ম্যাংগো স্পেশাল ট্রেন প্রথম চালু হয়।  ওই বছরের ২১ জুলাই পর্যন্ত চলা ম্যাংগো ট্রেনে আম পরিবহণ হয় ১ লাখ ৬৭ হাজার ৮২ কেজি। এতে রেলের রাজস্ব আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা।

গত বছরের ২৭ মে দ্বিতীয় বারের মতো ম্যাংগো ট্রেন চালু হয়। ট্রেনটি ১৬ জুলাই পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ৯৭৩ কেজি আম পরিবহণ করে।

Link copied!