এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ছে। গত সপ্তাহে ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বৃদ্ধির পর এবার বাড়ছে ১ হাজার ৫০ টাকা। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার তৈরিতে লাগবে ৭৯ হাজার ৩১৫ টাকা। এটিই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। বুধবার থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার রাতে সোনার দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত জানিয়েছে। সর্বশেষ ৩ মার্চ সোনার দাম বাড়িয়েছিল তারা। সব মিলিয়ে ৬ দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে বাড়ছে ৪ হাজার ৩১৫ টাকা। তবে রুপার দাম বাড়েনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা।
নতুন করে দাম বাড়ানোর কারণে বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৯ হাজার ৩১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৭৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ৬৪ হাজার ৯৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৪ হাজার ৬৩ টাকায়।
মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫৩ হাজার ৪২১ টাকায়। বুধবার থেকে ২২ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটে ৮১৬ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৬৪২ টাকা দাম বাড়বে।