ঋণ কিস্তিতে স্থগিতাদেশ তুলে নিচ্ছে ব্যাংক

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২১, ০১:১৬ পিএম

ঋণ কিস্তিতে স্থগিতাদেশ তুলে নিচ্ছে ব্যাংক

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক সেক্টরের ক্ষতি পুষিয়ে নিতে ঋণের কিস্তির ওপর থাকা স্থগিতাদেশ তুলে নিচ্ছে ব্যাংকগুলো। আগামী ৩১ ডিসেম্বরের পরে আর এই স্থগিতাদেশ থাকছে না।  বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র  বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের করোনা পরিস্থিতির উন্নতি এবং অর্থনীতি তুলনামূলক সচল হওয়ায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে। তবে কিস্তির ওপর স্থগিতাদেশ সুবিধা প্রত্যাহার করা হলেও, প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র।

বাংলাদেশ ব্যাংকের আগের প্রজ্ঞাপন অনুযায়ি, ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ঋণের কিস্তি আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কোনো চাপ দিতে পারবে না। শুধু তাই নয়, এ সময়ে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ কাউকে ঋণ খেলাপি হিসেবে দেখানো যাবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত বছরে ঋণের কিস্তি পরিশোধের ওপর স্থগিতাদেশ সুবিধা বহাল থাকায় ২০২০ সালের ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা। শুধু মামলা জটিলতা ও মেয়াদোত্তীর্ণ হওয়া ঋণের কারণে চলতি বছর খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে করোনা শনাক্ত হওয়ার পর সারাদেশ লকডাউনে চলে গেলে স্থবির হয়ে পড়া অর্থনীতি সচল রাখতে সরকার প্রায় দেড় লাখ কোটি টাকা টাকার প্রণোদনা ঘোষণা করে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক  প্রথম পর্যায়ে ব্যাংকঋণের প্রদেয় কিস্তির ওপর স্থগিতাদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই স্থগিতাদেশ  পরবর্তীতে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।

Link copied!