এলএনজি আমদানিতে পেট্রোবাংলা পাচ্ছে ২ হাজার কোটি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২২, ১০:৪৭ পিএম

এলএনজি আমদানিতে পেট্রোবাংলা পাচ্ছে ২ হাজার কোটি

লিকুইড ন্যাচারাল গ্যাস-এলএনজি আমদানি করতে পেট্রোবাংলাকে ২ হাজার কোটি টাকা দিতে যাচ্ছে সরকার। গ্যাস ডেভলপমেন্ট ফান্ড-জিডিএফ থেকে এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রণালয়। বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ-ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের জ্বালানী বিভাগ থেকে এ অর্থ পেট্রোবাংলাকে ঋণ হিসেবে দেওয়া হবে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বব্যাপী গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি ব্যাপকভাবে তহবিল সংকটে পড়েছে পেট্রোবাংলা। যদিও ক্রেতাদের অধিকার নিয়ে কাজ করা কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল আলম বলেছেন, পেট্রোবাংলার জন্য ২ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুরের সিদ্ধান্ত জ্বালানী খাত পরিচালনায় সরকারের ব্যর্থতার ইঙ্গিত দেয়। সম্প্রতি জ্বালানী বিভাগ থেকে ঘোষণা দেওয়া হয়েছিলো; দাম বাড়ার কারণে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কেনা হবে না।  

বিশ্ববাজারে প্রতি এমএমবিটু (১ এমএমবিটু= ২১ দশমিক ৫২ কেজি প্রায়) গ্যাসের দাম গত ফেব্রুয়ারিতে ছিলো ১০ মার্কিন ডলারের নিচে। যুদ্ধ শুরু হওয়ার পর যা বর্তমানে কয়েকগুণ বেড়ে ৩৯ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।     

Link copied!