করোনায়ও রপ্তানি আয়ের নতুন লক্ষ্য ৫১০০ কোটি ডলার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২১, ০৩:৩৪ পিএম

করোনায়ও রপ্তানি আয়ের নতুন লক্ষ্য ৫১০০ কোটি ডলার

চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ৫১ বিলিয়ন (৫ হাজার ১০০ কোটি) ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার। সারা বছর পণ্য ও সেবা রপ্তানি থেকে এই পরিমাণ আয়ের লক্ষ্য ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার (৬ জুলাই) জুম অ্যাপের মাধ্যমে রপ্তানি আয়ের নতুন এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ১২ শতাংশ

টিপু মুনশি বলেন, ‘চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য পণ্য ও সেবা রপ্তানি থেকে ৫১ বিলিয়ন মার্কিন ডলারের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২ দশমিক ২৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে পণ্য রপ্তানি খাতে নতুন আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৪৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

‘সেবা খাতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, এমএফএমইএবির সভাপতি মো. সাইফুল ইসলাম।

Link copied!