বঙ্গবন্ধুর জন্মদিনে রাজধানীতে ৩দিনব্যাপী জুয়েলারি এক্সপো

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২২, ০৯:২৩ পিএম

বঙ্গবন্ধুর জন্মদিনে রাজধানীতে ৩দিনব্যাপী জুয়েলারি এক্সপো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) আয়োজিত তিন দিনব্যাপী প্রথম ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’ শুরু হয়েছে। আসছে ১৯ মার্চ পর্যন্ত এই মেলা চলবে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১ নম্বর হলে ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’র উদ্বোধন করেন জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।

তিনি বলেন, “আজকে ঐতিহাসিক দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন। সুতরাং জুয়েলারি এক্সপোর জন্য আজকের মত শুভ দিন আর হয় না। এই মহান দিনে জুয়েলারি শিল্পের নতুন একটি যাত্রা শুরু হয়েছে। আমি মনে করি- গার্মেন্টসের মতোই দেশের স্বর্ণ শিল্পও বিশ্ব বাজারে জায়গা দখল করে নেওয়ার লক্ষেই কাজ করছে বাজুস।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা, সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায় ও এনামুল হক খান দোলন, বাজুস সহসভাপতি আনোয়ার হোসেন।

বক্তারা বলেন- দেশের অর্থনৈতিক খাতের উন্নয়নের অগ্রযাত্রায় যোগ দিতে বাজুসের এই আয়োজন। বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

মেলার আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকল ক্রেতা ও দর্শনার্থীর জন্য বিনামূল্যে প্রবেশ উন্মুক্ত থাকছে। মেলায় আগত দর্শনার্থীদের জন্য র‌্যাফেল  ড্রতে নগদ ১০ লাখ টাকার প্রথম পুরস্কার, ৫ লাখ টাকার ২য় পুরস্কার এবং ৩য় পুরস্কার হিসেবে পরবর্তী ১০ জনের জন্য রয়েছে ১ লাখ টাকা করে ১০ টি। মেলায় সাংবাদিকদের জন্য থাকবে আলাদা র‌্যাফেল ড্র। তিন দিনের এই এক্সপোতে দুই লাখেরও বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।  

Link copied!