বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে। শুক্রবার (১০ জুন) টোকিওতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ দূতাবাস এবং জাইকার যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এক ভিডিও বার্তার মাধ্যমে দূতাবাসের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। 'বাংলাদেশের সঙ্গে জাইকা: ৫০ বছরে পর্দাপণ এবং ভবিষ্যত পরিকল্পনা' শীর্ষক এ সেমিনারে মূল বক্তব্য তুলে ধরেন জাইকার সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের পরিচালক মারি আকিইয়ামা। জাপানের সরকারি কর্মকর্তা, শিল্প খাত, একাডেমিয়া এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত প্যানেল আলোচনায় বক্তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রয়াত্রায় ভবিষ্যতে জাইকার অংশীদারিত্ব কীভাবে আরও জোরদার করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সেমিনারে সমাপনী বক্তব্য দেন। সেমিনারের সার্বিক সমন্বয় করেন দূতাবাসের ইকনমিক মিনিস্টার সৈয়দ নাসির এরশাদ।