বিলাসবহুল পণ্য আমদানি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার (২০এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দুই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, 'আমদানি নিয়ন্ত্রণে সবসময় পদক্ষেপ নেওয়া হয়। এবারও সরকারি বা বেসরকারি খাতে বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, ' অর্থনৈতিক স্বচ্ছলতা আসলে এ সমস্ত পণ্য আবারো আমদানির অনুমতি দেওয়া হবে।