মাত্র ৮৪৪ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টালের অধিকাংশ শেয়ারের মালিকানা কিনেছেন এশিয়ার সবচেয়ে বড় ধনকুবের মুকেশ আম্বানি। ‘মাত্র’ই বলতে হচ্ছে, কারণ ২০০৭ সালেই হোটেলটির সম্পত্তির মূল্য ছিল প্রায় তিন হাজার কোটি টাকা। সেই হিসাবে বিশাল মূল্য ছাড়েই হোটেলটি পেতে চলেছে রিলায়েন্স। হোটেলের প্রায় তিন-চতুর্থাংশ শেয়ারের মালিক হয়েছেন মুকেশ আম্বানি।
মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ৯৮.২ মিলিয়ন মার্কিন ডলারে নিউইয়র্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলটি কিনে নিয়েছেন আম্বানি। ২০০৭ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী হোটেলটির মূল্য ৩৪০ মিলিয়ন ডলার। সেই হিসাবে হোটেলের প্রায় তিন-চতুর্থাংশ শেয়ারের মালিক হলেন তিনি।
মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এও জানানো হয়, রিলায়েন্স ‘ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব দুবাই’-এর ৭৩.৪ শতাংশ কিনে নিয়েছে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে ব্যবসায় বড় ধস নেমেছে ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের। হোটেলের বার্ষিক আয়ের হিসাব অনুযায়ী, ২০১৮ এবং ২০১৯ সালে যথাক্রমে ১১৫ ও ১১৩ মিলিয়ন ডলার আয় করলেও ২০২০ সালে মাত্র ১৫ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেল।
অন্যদিকে, মহামারির মধ্যেও আয় বেড়েছে এশিয়ার শীর্ষ ও বিশ্ব ধনীদের মধ্যে একাদশে থাকা এই ধনকুবেরের। ব্লুমবার্গ বিলিয়নিয়ারর্স ইনডেক্স জানায়, সম্প্রতি মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ৯২.৯ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে।