নানামুখী সংকটে থাকলেও পুনরায় ব্যবসায় ফেরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইভ্যালির। গ্রাহকরা ধৈর্য্য ধারন করলে আইনি ব্যবস্থার মাধ্যমে অবশ্যই ইভ্যালি ফিরে আসতে পারবে বলে জানায় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)।
২৬ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ই-ক্যাব
ই-ক্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হকদের ধৈর্য ধরতে হবে। আইনি মাধ্যমে অবশ্যই ভালো কোনো সংবাদ পাওয়া যাবে। এখনো ইভ্যালির ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়তো রয়েছে। ই-ক্যাবের পক্ষ থেকে ইভ্যালিকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
ই ক্যাবের মহাসচিব আব্দুল ওয়াহেদ তমাল বলেন, সিইও আটক হলেও ইভ্যালির ব্যবসা তো বন্ধ হয়ে যায়নি, চলমান রয়েছে। এছাড়া আইনিভাবে জামিনে মুক্ত হয়ে আসার সুযোগও থাকে। যখন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তখন বলা যাবে যে, সব শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, ইভ্যালি একটি কঠিন সময় পার করছে। তবে ভোক্তারা অপেক্ষা করলে সুসময় আসবে। ক্ষতিগ্রস্ত যে করোর ভোক্তা সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করলে একটা সুফল পাবেন। ই-ক্যাবের কাছে ইভ্যালি তিন মাস সময় চেয়েছে। এ সময় আগামী মাসের (অক্টোবর) ২৬ তারিখে শেষ হবে। এরপরে আমরা ইভ্যালি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বাসায় র্যাব অভিযান চালায়। এরপর তাদের দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। এরপর আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।