এলএনজি টার্মিনালে পরামর্শক ব্যয় বাড়লো

মি. ওয়েস্ট জুনিয়র ঘন্টাপ্রতি ডলারে পেমেন্ট নেন

বিশেষ প্রতিবেদক

জুলাই ২৬, ২০২৩, ০৬:০৯ পিএম

মি. ওয়েস্ট জুনিয়র ঘন্টাপ্রতি ডলারে পেমেন্ট নেন

পায়রা ও মহেশখালীতে ভাসমান এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) টার্মিনাল নির্মাণে সরকারকে পরামর্শক সেবা দেয়ার বিনিময়ে প্রতি ঘন্টায় ডলারে পেমেন্ট নেন মি. জি. থমাস (টম) ওয়েস্ট জুনিয়র।

তার কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় সরকারের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল) মি. ওয়েস্ট জুনিয়র এর সাথে কর্মসময় বাড়াতে নতুন চুক্তি করবে। এ বর্ধিত পরামর্শক সেবা ক্রয়ে সরকারের ব্যয় বাড়লো ১৩ কোটি ১৬ লাখ ১৯ হাজার ২১৪ টাকা।
এখন মি. ওয়েস্ট জুনিয়র এর সাথে সংশোধিত চুক্তি করবে আরপিজিসিএল।

এ পরামর্শক সেবা ক্রয়ে বৃহস্পতিবার (২৬ জুলাই) সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি বর্ধিত এ ব্যয় প্রস্তাব অনুমোদন দিয়েছে।

ইতোপূর্বে মি. ওয়েস্ট এর সাথে করা চুক্তি অনুযায়ী পরামর্শক সেবার বিপরীতে প্রায় ৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

যোগাযোগ করা হলে প্রকল্প পরিচালক প্রকৌশলী সুপ্তি বনিক ঘন্টাপ্রতি পরামর্শক সেবা ক্রয়ে মি. ওয়েস্ট জুনিয়রকে পরিশোধ করা অর্থের পরিমাণ জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি শুধু একজন প্রজাতন্ত্রের কর্মচারী এবং এ তথ্য প্রকাশে আমার সীমাবদ্ধতা রয়েছে। তবে মি. ওয়েস্ট জুনিয়রকে ঘন্টা প্রতি সেবা দানের বিনিময়ে অর্থ পরিশোধ করার বিষয়টি স্বীকার করেন।

উল্লেখ্য, দেশে দুটি ভাসমান এলএনজি স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট ২০১৮ সালে চালু করা হয়।মহেশখালীতে প্রতিদিন ৫০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার দুটি টার্মিনাল নির্মাণ করে ইউএসএ এর এক্সেলরেট এনার্জি ও স্হানীয় সামিট গ্রুপ।

দেশের বর্ধিত চাহিদা মেটাতে নির্মানাধীন পায়রা ও মহেশখালীর প্রতিটি এফএসআরইউ ৫০০ থেকে ১ হাজার এমএমসিএফ/ডি গ্যাস পুনরায় গ্যাসীকরণ করার ক্ষমতাসম্পন্ন করা হচ্ছে।

এদিন মন্ত্রীসভা কমিটিতে অনুমোদিত মোট ১৩টি প্রস্তাবে  ব্যয়ের পরিমাণ ১৮ হাজার ৪৭৯ কোটি ১৭ লক্ষ ৫২ হাজার ২৬৫ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১৩ হাজার ৭১০ কোটি ৬৫ লক্ষ ৬৯ হাজার ৩৫৬ টাকা। আর দেশীয় ব্যাংক ও বৈদেশিক অর্থায়ন মিলিয়ে আরও ৪ হাজার ৭৬৮ কোটি ৫১ লক্ষ ৮২ হাজার ৯০৯ টাকা ব্যয় করা হবে।

প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৬টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি, স্থানীয় সরকার বিভাগের ২টি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১টি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ১টি প্রস্তাবনা ছিলো।

অবশ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক “যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী-এর রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ”-এর পূর্ত কাজ ৩টি দরদাতা প্রতিষ্ঠানের নিকট থেকে সর্বমোট ৭৭২ কোটি ৭৪ লক্ষ ৯৭ হাজার ১০৫ টাকায় ক্রয় প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়া হয়েছে।

একইদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় অনুমোদিত প্রস্তাবটি হলো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক দেশের উত্তরোত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মিটানোর নিমিত্ত গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে প্রণীত খসড়া “Draft Bangladesh Offshore Model Production Sharing Contract (PSC) 2023”।

Link copied!