কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে আনতে রাজধানীর কারওয়ানবাজার ও সাদেক খান কৃষি মার্কেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার সকাল ১০টার দিকে চালানো অভিযানের সময় কাঁচা মরিচের সাত দোকানকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী থাকা কাঁচা মরিচের বাজার এখন কিছুটা নিম্নমুখী। সোমবার বাজার তদারকি ও নিয়ন্ত্রণে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আরেফিন জানান, রাজধানীতে একযোগে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৩টি টিম। রাজধানীর কারওয়ানবাজার ও সাদেক খান কৃষি মার্কেটে অনিয়ম পাওয়ায় কাঁচা মরিচের ৭টি দোকানকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, ভারত থেকে আসতে থাকায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম।
রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি পর্যায়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২২০ টাকায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন মরিচ আমদানির অনুমতি দেয়। এর মধ্যে দুদিন আমদানির পর ঈদের কারণে বন্ধ ছিল মরিচ আমদানি। তবে ঈদের ছুটি শেষে গতকাল রবিবার থেকে আবারও দেশে আসতে শুরু করে কাঁচা মরিচ।