সয়াবিন তেলের দাম কমেছে ৯ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২২, ০১:৪২ পিএম

সয়াবিন তেলের দাম কমেছে ৯ টাকা

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দেশের পাইকারি বাজারে সয়াবিনের দর বাড়ার সাথে সাথে সরবরাহও কমছিল। ফলে এ মাসের শুরুতে পাইকারি বাজারে প্রতি লিটারে দর ওঠে প্রায় ১৫০ টাকা। বুধবার তা কমে ১৪১ টাকায় নেমে আসে। ব্যবসায়ীরা জানান, যুদ্ধের পরিস্থিতিতে পরিশোধন কারখানাগুলো থেকে নিয়মিত সয়াবিন তেলের সরবরাহ না আসার কারণে সংকট তৈরি হয়। এতে দামও বেড়ে যায়। এখন কারখানাগুলো প্রতিদিনই তেল সরবরাহ করছে। তাই দামও কিছুটা কমেছে।

 

Link copied!