রোজার প্রথম দিন রবিবার থেকে আবারও ট্রেড কপোরেশন অব বাংলাদেশের ( টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। রমজান উপলক্ষ্যে টিসিবি নির্ধারিত ছয় পণ্যের প্যাকেজমূল্য ১ হাজার ৩১০ টাকার পরিবর্তে নির্ধারণ করা হয়েছে ৯৪০ টাকা। অর্থাৎ ৩৭০ ছাড়ে ‘রমজান প্যাকেজ’ ভোক্তাদের মাঝে সরবরাহ করছে টিসিবি।
টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গণমাধ্যমে বলেন, “বাজারে পেঁয়াজের দাম গত এক সপ্তাহে ১০-১৫ টাকা কমেছে। বর্তমানে পাইকারি বাজারে ২৫ এবং খুচরো বাজারে ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাই টিসিবি বর্তমান বাজারদরের সঙ্গে সমন্বয় রাখতে কমিয়েছে পেঁয়াজের দাম। বর্তমানে পেঁয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। গত সপ্তাহে টিসিবির পেঁয়াজের দাম ছিল ৩০ টাকা। গত সপ্তাহে ৫ কেজি করে দেওয়া হলেও আজ দেওয়া হচ্ছে ২ কেজি করে।”
রাজধানীর বিভিন্ন স্পটে টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনে নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই অপেক্ষা করেন বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে। দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হলেও অপেক্ষা শেষে পণ্য কিনতে পারলেই খুশি এসব অল্প আয়ের মানুষেরা। তবে টিসিবির কিছু পণ্যের মান নিয়ে বরাবরই অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা।
হাতিরপুল এলাকায় টিসিবির ট্রাক থেকে নেওয়া পেঁয়াজের মান নিয়ে গত সপ্তাহে ক্ষোভ প্রকাশ করলেও আজ (রবিবার) তাদের অভিযোগ নেই।
টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, “বাজারে দাম কমার কারণে আজ ৫ কেজির বদলে ২ কেজি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে।” বর্তমানে ১১০ টাকা করে লিটার হিসেবে ২ লিটার তেল, ৫৫ টাকা দরে চিনি ২ কেজি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ২০ টাকা দরে ২ কেজি পেয়াজ, ৫০ টাকা দরে ৪ কেজি ছোলা ও খেজুর ৮০ টাকা দরে ৩ কেজি করে প্যাকেজ বিক্রি করছে টিসিবি।