‘আন্তর্জাতিক ব্যবসা খাতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ১১:২৮ এএম

‘আন্তর্জাতিক ব্যবসা খাতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে’

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন বলেছেন, ‘অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক ব্যবসা খাতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে, একই সঙ্গে তিনি শঙ্কা প্রকাশ করে জানান—জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর ব্যবসায়ীদের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’

গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ ক্লাব চত্বরে এফবিসিসিআই’র নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানের আয়োজক ছিল বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স। বিকেএমইএ’র সভাপতি সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিকেএমইএ’র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআই’র সাবেক পরিচালক মোহাম্মদ আলী ও প্রবীর কুমার সাহা।

সাংসদ সেলিম ওসমান বলেন, ‘করোনা মহামারিতে ১৬ মাস পোশাক শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় এই শিল্প এখন ঘুরে দাঁড়ানোর পথে।’

Link copied!