‘আবারও রাত ৮টায় বন্ধ হচ্ছে দোকান-পাট’

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২২, ০২:৪৭ পিএম

‘আবারও রাত ৮টায় বন্ধ হচ্ছে দোকান-পাট’

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আবার সব ধরণের দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করার কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা আসছে বলেও  তিনি জানান।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহরে সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হত-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, “করোনা নিয়ন্ত্রণে আগামী দু-এক দিনের মধ্যে জেলায় জেলায় স্বাস্থ্যবিধির বিষয়ে নিদের্শনা চলে যাবে।”

স্বাস্থ্যের জাতীয় কারিগরি কমিটির নির্দেশনা প্রধানমন্ত্রী অনুমোদন করছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ রাত ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ করতে হবে এবং আমাদের যানবাহন বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী নিতে হবে। এ বিষয়ে জেলায় জেলায় আগামী দুয়েক দিনের মধ্যে নির্দেশনা চলে আসবে এবং কার্যকর হয়ে যাবে।”

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে জাহিদ মালেকর বলেন, “আপাতত স্কুল খোলা থাকবে। যদি সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়, তখন আমরা দেখব স্কুল নিয়ে কী করা যায়। যদি বেশি হারে বৃদ্ধি পায়, তাহলে স্কুল বন্ধ করার প্রয়োজন দেখা দেবে। তবে এখনও সেই অবস্থা হয়নি।”

শিক্ষামন্ত্রী বলেন, “দেশে মিটিং-মিছিল ও নির্বাচন হচ্ছে। সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ ছাড়া দোকানপাট ও রাস্তাঘাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানলে কিন্তু দেশকে হুমকির মুখে ফেলে দেয়া হবে। দেশের কর্মকাণ্ড স্থবির হয়ে যাবে।”

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এবং করোনাপ্রতিরোধী টিকা গ্রহণে উৎসাহী করার লক্ষ্যে মানুষের চলাফেরার ওপর এসব বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার।

জাতীয় কারিগরি কমিটির সুপারিশ করা বিধিনিষেধের মধ্যে আরও আছে টিকার সার্টিফিকেট ছাড়া রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া, শপিং কমপ্লেক্সে যাওয়া এবং বিমান-ট্রেনে ভ্রমণে নিষেধাজ্ঞা। টিকা ছাড়া বাণিজ্য মেলা, বইমেলার মতো জনসমাগমেও ঢুকতে দেয়া হবে না বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে। এছাড়া, টিকা ছাড়া ১২ বছরের বেশি বয়সী কোনো শিক্ষার্থীকে স্কুলে ঢুকতে দেয়া হবে না বলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে।

Link copied!