নির্বাচনের পর জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৮, ২০২৩, ০৫:০০ এএম

নির্বাচনের পর জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজার অনুযায়ী নির্ধারণের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, অর্থ বিভাগ বিষয়টি বিবেচনা করবে, কখন থেকে এই ফর্মুলা কার্যকর হবে। নির্বাচনের পরও হতে পারে।

মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে স্মার্ট গ্রিড নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইসরাইল ও ফিলিস্তিন সংকট নিয়ে এখনো বড় প্রভাব ফেলেনি। তবে যুদ্ধ দীর্ঘ হলে চিন্তা থেকেই যায়। কারণ, জ্বালানি তেলের বিকল্প উৎস সেভাবে নেই। বর্তমান সঞ্চালন ব্যবস্থায় ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে গেলে নানা সমস্যা সৃষ্টি হয়। স্মার্ট গ্রিড এসব সমস্যার সমাধান দেবে।

তিনি বলেন, তিন-চার বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে, পিজিসিবি কি প্রস্তুত? আমার মনে হয় পিজিসিবি জানেই না। বৈদ্যুতিক যানবাহন আসবে, তারা বিভিন্ন জায়গা চার্জ দেবে। পরমাণু বিদ্যুৎ আসতেছে। এসব বিষয়ে আগাম প্রস্তুতি নিতে হবে। সঞ্চালন ব্যবস্থা স্মার্ট হতে হবে।

Link copied!