ডিসেম্বরে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

অর্থ-বাণিজ্য ডেস্ক

অক্টোবর ২০, ২০২৩, ১২:৩০ এএম

ডিসেম্বরে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

সরকারের নেয়া বিভিন্ন সংস্কার কাজে সন্তুষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর পরিপ্রক্ষিতে আগামী ডিসেম্বরে সংস্থাটির পর্ষদ সভায় অনুমোদন পেতে পারে ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের বিষয়টি। এই কিস্তিতে বাংলাদেশ ৬৮ কোটি ডলার পাচ্ছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ঋণ ছাড়ের বিষয়ে আইএমএফের সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়েছে।

তিনি বলেন, আইএমএফ যেসব শর্ত দিয়েছে, তার বেশিরভাগই পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে, সুদের হার বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য শর্ত বাংলাদেশ ব্যাংক পূরণ করেছে। কেবল রিজার্ভ এবং রাজস্ব সংশ্লিষ্ট শর্ত পূরণ হয়নি। তবে বাংলাদেশ ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ঋণ পাবে।

তিনি বলেন, চলতি বছরের ১১ ডিসেম্বর আইএমএফের পরবর্তী বোর্ড মিটিং হবে। ওইদিন মিলবে সংস্থাটির ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮১ মিলিয়ন ডলার।

মূল্যস্ফীতি কমিয়ে আনার বিষয়ে মেজবাউল হক বলেন, ‘অবস্থা বুঝে ধাপে ধাপে অর্থনৈতিক পলিসিতে ব্যবস্থা নেয়া হবে। বিশেষ করে, ডিসেম্বরের আগে মূল্যস্ফীতির হার ৮ শতাংশে নামিয়ে আনা হবে।’

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি কমতে শুরু করলে এটি দ্রুত কমতে থাকবে। যারা পণ্য ধরে রেখেছে তারা ছেড়ে দিবে। এতে করে মূল্যস্ফীতি কমে আসবে।’

এর আগে চলতি বছরের শুরুতেই ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। পরে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এক্সটেনডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) বা বর্ধিত ঋণসুবিধা ও এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএএফএফ) বা বর্ধিত তহবিল সুবিধার আওতায় ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি ডলার এবং নতুন গঠিত তহবিল রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন করা হয়েছে।

কিছুদিনের মধ্যেই ওই ঋণের প্রথম কিস্তি হিসেবে ৪৭৬ মিলিয়ন বা ৪৭ কোটি ৬০ লাখ ডলার পায় বাংলাদেশ ।

Link copied!