বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের ফের সড়ক অবরোধ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৪, ০৮:১৩ এএম

বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের ফের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। 

এতে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার  সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন বলে বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

শিল্পপুলিশ ও আন্দোলনকারী শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি পোশাক কারখানাসহ একাধিক কারখানা আছে। সেখানে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাসহ প্রায় ৪০ হাজার লোককে প্রতি মাসে ৮০ থেকে ৮২ কোটি টাকা বেতন দিতে হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে প্রতি মাসেই শ্রমিকরা আন্দোলন করে তাদের বেতন আদায় করে আসছেন। অক্টোবর মাসের বেতনের দাবিতে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) তারা আন্দোলন করেন। শনিবার থেকে আবারও শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন: জাহাজে করে পাকিস্তান থেকে কী কী এলো?

আন্দোলনকারী শ্রমিকরা বলেন, ‘আমাদের প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হচ্ছে। গত কয়েক মাস এভাবেই নিতে হচ্ছে। সময়মতো বেতন করে দিলে আমরা আন্দোলনে যাবো না। বেতন না নিয়ে আমরা সড়ক ছাড়বো না। সড়ক বন্ধ না করলে কর্তৃপক্ষ ও সরকার আমাদের কথা বোঝার চেষ্টা করে না।’

প্রতিবেদনটি বিস্তারিত পড়তে ক্লিক করুন..

Link copied!