ডলার সংকটের মধ্যে কমলো প্রবাসী আয়

অর্থ-বাণিজ্য ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৭:১১ পিএম

ডলার সংকটের মধ্যে কমলো  প্রবাসী আয়

সংগৃহীত ছবি

দেশে চলমান তীব্র ডলার সংকটের মধ্যেই চলতি বছরের আগস্টে কমেছে প্রবাসী আয়। প্রবাসী আয় এসেছে ১.৫৯ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪৭ শতাংশ কম এবং এ বছরের জুলাইয়ের চেয়ে ১৯ শতাংশ কম।

রবিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

গত বছরের আগস্টে প্রবাসী আয় এসেছিল ২.০৩ বিলিয়ন ডলার। এ বছরের আগস্টের প্রবাসী আয় জুলাইয়ের চেয়ে ১৯ শতাংশ কমেছে। জুলাইয়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১.৯৭ বিলিয়ন ডলার।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডলারের বিনিময় হারে বড় ব্যবধানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স আসার পরিমাণ কমেছে। অর্থাৎ, প্রবাসীদের আয়ের একটি অংশ অবৈধ উপায়ে বাংলাদেশে আসে।

অবৈধ চ্যানেলে প্রতি ডলারের বিনিময় হার ১১৭ থেকে ১১৮ টাকার মধ্যে। আর ব্যাংকগুলো বর্তমানে প্রবাসী আয়ে প্রতি ডলারে ১০৯ টাকা ৫০ পয়সা দিচ্ছে। 

হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় পাঠালে এখন ডলারের দাম ব্যাংকের তুলনায় বেশি পাওয়া যায়। এর কারণে বৈধ পথে আসা প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম বেঁধে দেওয়ায় প্রবাসী আয়ে টান পড়েছে বলে মনে করছেন খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Link copied!