যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর সাথে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে আলোচনা

অর্থ-বাণিজ্য ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৩, ০৯:০৩ এএম

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রীর সাথে বাংলাদেশের শ্রম অধিকার  নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী মিজ জুলি সুরের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সাক্ষাতে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে ইউএস ডিপার্টমেন্ট অব লেবার আয়োজিত এক অনুষ্ঠান চলাচকালীন এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। 

রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ছুটি কাটিয়ে ওয়াশিংটন ডিসিতে ফিরে গিয়েই ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রীর সাথে বৈঠকটি করলেন। একই সময়ে রাষ্ট্রদূত ইমরান ইউএস ডিপার্টমেন্ট অব লেবারের ডেপুটি আন্ডার সেক্রেটারি মিজ থিয়া লির সাথেও সাক্ষাৎ করেন।

বৈঠক নিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রদূত ইমরান ও ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সু বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তারা বাংলাদেশের শ্রম মান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন । দুই বৈঠকেই উপস্থিত ছিলেন বাংলাদেশের দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক স্মারক ঘোষণা করেন। এতে যে কোনো দেশ শ্রমমান বজায় না রাখলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে উল্লেখ করা হয়। আর তাতে বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়েও বেশ আলোচনা করা হয়েছে। এ কারণে বিষয়টিকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বেশ গুরুত্বের সাথে নিয়েছে বলে মনে করা হচ্ছে। 

বিভিন্ন মহলে আলোচনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সাথে অনুষ্ঠিত বৈঠকটিকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন বলে জানা যায়। বৈঠক দুটিতে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজাও উপস্থিত ছিলেন।

Link copied!