ডিএনসিসির কার্যালয় স্থানান্তরিত হচ্ছে মোহাম্মদপুরে

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৮, ২০২৪, ০৫:৪৯ পিএম

ডিএনসিসির কার্যালয় স্থানান্তরিত হচ্ছে মোহাম্মদপুরে

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঈদের আগেই মোহাম্মদপুরে সরিয়ে নেয়া হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিস। আজ বৃহস্পতিবার কারওয়ান  বাজার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ।

তিনি বলেন, কারওয়ান বাজারকে কাঁচাবাজার ও আড়তমুক্ত করার লক্ষ্যেই অফিস সরিয়ে নেয়া হচ্ছে। সেক্ষেত্রে এখানে কোন বাজার বা খুচরা ব্যবসা থাকবে না। ঈদের পরপরই কাঁচাবাজারটি ভেঙ্গে প্রাথমিকভাবে গাবতলীতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হবে। এরই ধারাবাহিকতায় গত ৩ দিন যাবত অফিস স্থানান্তরের কাজ চলছে বলে তিনি নিশ্চিত করেন।

তিনি বলেন, কাঁচাবাজারের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় তা ভেঙ্গে ফেলা হবে। এছাড়া শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেক্ষেত্রে মোহাম্মদপুরের শিয়া মসজিদ সংলগ্ন কমিউনিটি সেন্টারকে অফিস হিসেবে ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, "প্রাথমিক পর্যায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (আরত ভবন ১) জন্য স্থায়ীভাবে বরাদ্দকৃত ১৭৬টি দোকান এবং কার্যালয়ের দক্ষিণ সাইডের ১১৮টি ও উত্তর সাইডের ৬২টি সহ মোট ১৮০টি অস্থায়ী দোকান সরিয়ে নেয়া হবে। পরবর্তীতে অন্যান্য ভবনও পুনর্বাসনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, ২০১০ সালে কারওয়ান বাজারের স্থায়ী ভবন ও মার্কেটগুলো রেক্টোফিটিং এর নির্দেশনা দেয় বুয়েট কর্তৃপক্ষ। তবে এটি ব্যয়বহুল হওয়ায় তা কার্যকর করা হয়নি। পরবর্তীতে ২০১৩ সালে কারওয়ান বাজার সহ ১৬টি মার্কেটকে পরিত্যক্ত ঘোষণা করে। পরবর্তীতে ২০১৯ সালে ঢাকা উওর সিটি কর্পোরেশনের কনডেম কমিটির আহ্বায়ক, বিভাগীয় কমিশনার ও সভাপতিদের আলোচনায় কারওয়ান বাজার স্থানান্তরের কথা বলা হয়।

ভবিষ্যতে কারওয়ান বাজারের ৩৮ বিঘা জমির উপর একটি বিজনেস হাব প্রতিষ্ঠার পরিকল্পনা আছে বলে জানান ডিএনসিসি‍‍`র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।

Link copied!