এবার জিআই পণ্যের স্বীকৃতিতে গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৪, ০৮:৫৪ পিএম

এবার জিআই পণ্যের স্বীকৃতিতে গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না

গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে বলে জানান গোপালগঞ্জ জেলা প্রশাসক।

এর আগে জিআই স্বীকৃতি পেয়েছিল এই জেলার রসগোল্লা।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, এই স্বীকৃতির জন্য এই জেলার ব্রোঞ্জের গহনার ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়ানো সম্ভব। এছাড়া ব্রোঞ্জ শিল্পভিত্তিক অর্থনীতি আরও গতিশীল হবে এবং এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

চলতি বছর ১২ মার্চ জলিরপাড়ের ব্রোঞ্জের গহনার জিআই পণ্যের স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে আবেদন করা হয়।

জলিরপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সুভাষ বৈদ্য বলেন, “প্রায় ১০০ বছর আগে গড়ে উঠেছে ব্রোঞ্জের গহনা তৈরির পল্লী। এই পল্লীকে কেন্দ্র করে এখানে ব্রোঞ্জ মার্কেট প্রতিষ্ঠিত হয়েছে। এই শিল্পে আধুনিকতার ছোঁয়া না লাগায় ভারতসহ বিভিন্ন দেশের ব্রোঞ্জের গহনা আমাদের বাজারের প্রায় ৫০ ভাগ দখল করে নিয়েছে।”

গহনা কারিগর জগদীশ শীল বলেন, “গহনা তৈরির তামা, দস্তা ও পিতলের দাম বেড়েছে। ভারতসহ অন্যান্য দেশের ব্রোঞ্জ গহনার রং খুব সুদৃশ্য, মনোহর ও শৌখিন দামি গহনার বাজার ভারত ও চীনের দখলে চলে গেছে।”

সরকারের সহায়তায় এই শিল্পকে আধুনিকায়নের মাধ্যমে ব্রোঞ্জ গহনার শত বছরের ঐতিহ্য ধরে রাখা সম্ভব বলে জানান তিনি।

Link copied!