উচ্চ খেলাপি ঋণ বড় হুমকি: বাংলাদেশ ব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক

মার্চ ৩০, ২০২৪, ০৪:৫৫ পিএম

উচ্চ খেলাপি ঋণ বড় হুমকি: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

উচ্চ খেলাপি ঋণকে আর্থিক খাতের জন্য বড় হুমকি বলে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। তারা বলছে, ব্যাংক ব্যবস্থায় থাকা এই উচ্চ খেলাপি ঋণ আর্থিক খাতের অগ্রগতিতে বিপদ ডেকে আনছে।

সম্প্রতি প্রকাশিত ত্রৈমাসিক পর্যালোচনা প্রতিবেদনে এসব কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

মুদ্রা ও বিনিময় হার নিয়ে বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১০ বছর ধরে ন্যূনতম মূলধন পর্যাপ্তের অনুপাত ধরে রাখতে পারছে না। বিশেষায়িত ব্যাংকও এখন মূলধন ঘাটতিতে আছে।

বিশেষ তারল্য সহায়তা, টাকার অবমূল্যায়ন, বৈদেশিক হিসাব ও তারল্য ঘাটতি কাটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইসলামী ব্যাংকগুলোর ঋণ নেওয়াকেও চ্যালেঞ্জ বলছে বাংলাদেশ ব্যাংক।

আর শিগগিরই এসব সমস্যার সমাধান করা না গেলে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হয়েছে এই ত্রৈমাসিক পর্যালোচনা প্রতিবেদনে।

Link copied!