রাজধানীতে ফ্যামিলি কার্ডের বাইরে ২৫-৩০টি ট্রাকের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি হবে। আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) শুরু হবে এ কার্যক্রম।
মঙ্গলবার থেকে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৫ থেকে ৩০টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন।
সচিবালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে সচিব জানান, খোলা ট্রাক থেকে ৬০ টাকা কেজিতে ডাল, ৭০ টাকায় চিনি, ৩০ টাকায় আলু, ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ এবং ১০০ টাকা লিটার দামে সয়াবিন তেল বিক্রি করা হবে।
ঢাকায় নয় হাজার পরিবারের কাছে মঙ্গলবার থেকে খোলা ট্রাকে পণ্য বিক্রি করা হবে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, যে কেউ এসব পণ্য কিনতে পারবেন। আমরা এসব পণ্যের সংগ্রহ বাড়াতে পারলে বিক্রির আওতাও বাড়ানো হবে।
আপাতত শুক্র ও শনিবার ঢাকায় খোলা ট্রাক থেকে পণ্য বিক্রি বন্ধ থাকবে জানিয়ে তপন কান্তি বলেন, পরে সব দিনই এ কর্মসূচি চলবে। একেক দিন ঢাকার একেক স্পটে এসব পণ্য বিক্রি করা হবে।