জুন ৬, ২০২৪, ০৯:৪৫ এএম
বসে বসে বাজেট বক্তৃতা করেন অর্থমন্ত্রী। ছবি: সংসদ টিভি থেকে সংগৃহীত
বছরে গড়ে ৯ শতাংশ মুদ্রাস্ফীতি বিরাজ করছে বলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল তিনটায় বাজেট অধিবেশন শুরু হয়। এর আগে বেলা পৌনে ১১টায় বাজেট ঘোষণার জন্য সংসদে পৌঁছান অর্থমন্ত্রী।
দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট। এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট এটি।
প্রস্তাবিত এই বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। যা গত অর্থ বছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থ বছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।
আরও পড়ুন: ২০২৪-২৫ অর্থ বছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন
প্রস্তাবিত এই বাজেটের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’।